চন্দনাইশ পৌরসভা উদ্যোগে গাছবাড়িয়া খানহাট মার্কেটে হাজী রিভাইন প্লাজার এর সামনে এ মেলা অনুষ্ঠিত হয়েছে ।
৬ মার্চ হইতে ৮ মার্চ পর্যন্ত এ মেলা চলমান থাকবে। মেলার অবস্থান হাজী রিভাইন প্লাজার মার্কেট গাছবাড়িয়া খানহাট এর সামনে । পৌরসভার মেয়র মাহবুবুল আলম খোকা নির্দেশনা অনুসারে চন্দনাইশ পৌরসভা জনসাধারণের সুবিধার্থে এই মেলা অনুষ্ঠিত হয় । মেলায় লাইসেন্স ইন্সপেক্টর মোঃ মনিরুজ্জামান মনির, ট্রাক্স কালেক্টর মোহাম্মদ হোসেন এবং টিকাদানকারী পুরুষ মোঃ মাহবুবুর রহমান কার্যক্রম পরিচালনায় ও তথ্য বিধি নিবন্ধনে সহয়তা করেন।