মালদ্বীপে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশী এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৪ জানুয়ারি) দেশটির এস ফেইধু হেলথ সেন্টার হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জানাগেছে, নিহত ওই প্রবাসীর নাম মো. আব্দুর রহমান।তিনি মালদ্বীপে খাবার রেস্টুরেন্টে কর্মরত ছিলেন। ৫ জানুয়ারি হঠাৎ করে রুমের মধ্যে আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে কোম্পানির ম্যানেজারের সহযোগিতায় মালদ্বীপের আইজিএম হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্মরত ডাক্তার আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন। মৃত আব্দুর রহমান লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার আব্দুল মালেকের পুত্র।